চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে সোয়াদ নামে এক ব্যক্তিকে অস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করা হয়েছে। পরে তাকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়।
শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত উপজেলার কেশবপুর গ্রামের পূর্বপাড়ায় এ অভিযান পরিচালিত হয়। আটক সোয়াদ ওই গ্রামের মৃত জসীম উদ্দীনের ছেলে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী জানতে পারে সোয়াদের বাড়িতে অবৈধ অস্ত্র রয়েছে। পরে আলমডাঙ্গা আর্মি ক্যাম্প ও থানা পুলিশের যৌথ অভিযানে একটি শটগান, পাঁচ রাউন্ড গুলি, নয়টি দেশীয় ধারালো অস্ত্র ও একটি ঢাল উদ্ধার করা হয়।
শনিবার সকালে আটক সোয়াদকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন আলমডাঙ্গা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়ন।
একুশে সংবাদ/এ.জে