ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অতিরিক্ত মদ্যপানের কারণে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) ভোরে তারা মারা যান। মৃতরা হলেন—উপজেলার মির্জাপুর গ্রামের শ্রীনিবাস মালাকার (৭০) ও সৌরভ দাস (১৭)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে শ্রীনিবাস ও সৌরভ অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েন। পরে সৌরভ দাসকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়। একই সময়ে শ্রীনিবাস মালাকার নিজ বাড়িতে মারা যান।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, দুইটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত অ্যালকোহল গ্রহণের কারণে তাদের মৃত্যু হতে পারে।
একুশে সংবাদ/এ.জে