বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করেছেন, যেন কোনো ব্যক্তি নিজের স্বার্থে দলের নাম ব্যবহার করতে না পারে। পাশাপাশি তিনি দলীয় সিদ্ধান্ত যেকোনো মূল্যে মেনে চলার তাগিদ দিয়েছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান।
তারেক রহমান বলেন, “অদৃশ্য শক্তি ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে। দেশের মানুষের অধিকার ও উন্নয়নের অগ্রযাত্রা নিশ্চিত করতে আমাদের সক্রিয় থাকতে হবে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়াতে না পারে, এ বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে।”
তিনি আরও বলেন, “যদি ব্যক্তিগত পছন্দ থাকে, তবুও দলীয় যে কোনো সিদ্ধান্ত মেনে চলা প্রত্যেক ধানের শীষ সমর্থকের দায়িত্ব। আমাদের লক্ষ্য এক— গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের উন্নয়ন, এবং এই লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধ থাকা ছাড়া কোনো বিকল্প নেই।”
একুশে সংবাদ // র.ন