AB Bank
  • ঢাকা
  • রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৩৩ পিএম, ৩০ আগস্ট, ২০২৫

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ

রাজধানীর কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ পরিস্থিতি সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, গণঅধিকার পরিষদসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শেষে সেখানে হামলা চালায়। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে।

এর আগে সন্ধ্যা সোয়া ৬টার দিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান নেন। প্রথমদিকে মিছিলে অংশ নেওয়া কয়েকজন নেতা কর্মীদের শান্ত রাখার চেষ্টা করলেও পরে পেছন দিক থেকে আসা আরেকদল স্লোগান দিতে দিতে ভাঙচুর ও ইটপাটকেল ছোড়া শুরু করে।

এ সময় রমনা থানার দিকে সরে যান পুলিশ সদস্যরা। সুযোগে বিক্ষোভকারীরা জাতীয় পার্টির কার্যালয়ের নিচতলার একটি স্টোররুমে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ আবারো অগ্রসর হয়ে টিয়ারশেল ও জলকামান ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আগুন নেভায়।

এ ঘটনার পটভূমিতে শুক্রবার (২৯ আগস্ট) রাতে বিজয়নগরে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

 


একুশে সংবাদ/জা.নি/এ.জে

Link copied!