AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে: জামায়াত সেক্রেটারি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৪১ পিএম, ১৬ আগস্ট, ২০২৫

জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে: জামায়াত সেক্রেটারি

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন/আনুপাতিক প্রতিনিধিত্ব) অনুষ্ঠিত হতে হবে। এতে প্রার্থী হবে ব্যক্তি নয়, রাজনৈতিক দল।

শনিবার (১৬ আগস্ট) সকালে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে জামায়াতের লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, “পিআর পদ্ধতি জামায়াতের নতুন কোনো দাবি নয়। আমাদের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম নির্বাচন সুষ্ঠু করতে তত্ত্বাবধায়ক সরকার ও পিআর—এই দুটি ব্যবস্থার প্রস্তাব দিয়েছিলেন। যেমন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, তেমনি অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে পিআর পদ্ধতিও প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ।”

তিনি আরও বলেন, বিশ্বে ৯১টি দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে এবং এর ছয়টি ভিন্ন প্রক্রিয়া আছে। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় সবচেয়ে উপযোগী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এতে ব্যক্তি স্বার্থের বদলে দলের স্বার্থ বড় হবে, অর্থ ও পেশিশক্তির প্রভাব কমবে এবং মনোনয়ন বাণিজ্যেরও অবসান ঘটবে।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “তারা না বলছে, আমরা হ্যাঁ বলছি। একসময় তত্ত্বাবধায়ক সরকার কেউ মানতে চায়নি, কিন্তু শেষ পর্যন্ত সবাই মানতে বাধ্য হয়েছে। একইভাবে পিআর পদ্ধতিও প্রতিষ্ঠিত হবে।”

কর্মশালায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, মির্জা আশেক এলাহী, জেলা আমির আতাউর রহমান বাচ্চু ও সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/স.ট/এ.জে

Link copied!