বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চক্রান্তে লিপ্ত রয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে ময়মনসিংহ টাউন হল অডিটরিয়ামে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেন।
মির্জা ফখরুল বলেন, “আজ দুঃখের সঙ্গে বলতে হয়, কিছু গোষ্ঠী উগ্রবাদী বক্তব্য দিয়ে মানুষকে বিভক্ত করতে চাইছে। আমাদের দায়িত্ব হবে ১৯৭১ সালের মতোই সবাইকে এক হয়ে অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাওয়া।”
তিনি আরও বলেন, বিএনপির নেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় বলে আসছেন, সংখ্যালঘু বা সংখ্যাগুরু—এমন বিভাজন নয়, বরং সবাই সমান অধিকারভোগী বাংলাদেশি নাগরিক।
ফখরুল দাবি করেন, দীর্ঘদিনের ফ্যাসিস্ট শাসন শেষে গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ নতুন এক পথে হাঁটার সুযোগ পেয়েছে। সেই পথে অগ্রসর হতে তারেক রহমান প্রণীত ৩১ দফাকে তিনি দেশের ভবিষ্যৎ রাজনীতির ভিত্তি হিসেবে উল্লেখ করেন। এ সময় তিনি “রেইনবো বাংলাদেশ” গড়ার লক্ষ্য তুলে ধরেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় সভাপতি মৃগেন হাগিদগে। এ ছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
১৪ জেলার ৩৪টি জাতিগোষ্ঠীর প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেন।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে