বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে একটি স্বনির্ভর ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার লক্ষ্যে সবাইকে শপথ নিতে হবে।
তিনি বলেন, "আমরা কোনোদিনই শেখ হাসিনাকে এ দেশে রাজনীতি করার সুযোগ দেবো না। কারও কাছে মাথা নত করবো না। নিজেরাই দেশ গড়বো।"
রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, "নতুন একটি সূর্য উদিত হয়েছে। এটি আমাদের সামনে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে—নতুন স্বপ্ন দেখিয়েছে। এখনই সময়, নতুন করে বাংলাদেশকে গড়ে তোলার।"
তিনি বলেন, “ছাত্রদলের অনেক নেতাকর্মী রক্ত দিয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, কারাগারে গেছে। কেউ কেউ হারিয়ে গেছেনও—যেমন এক বছর আগে আজকের এই দিনে আমরা আমাদের ভাইদের হারিয়েছি। এটি একদিকে বেদনার, অন্যদিকে সংগ্রামের নতুন পথচলার দিন।”
প্রবাসে অবস্থানরত বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে তিনি বলেন, “পার্শ্ববর্তী দেশে অবস্থান করে তিনি বারবার হুমকি দিচ্ছেন, বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছেন। এই সমাবেশ থেকে আমরা শপথ নিচ্ছি—বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিবাদী রাজনীতির স্থান হবে না।”
মির্জা ফখরুল আশাবাদ ব্যক্ত করে বলেন, “আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নেবে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে অংশ নিয়ে বিজয় অর্জন করবেন—এই প্রত্যাশা আমাদের আছে।”
একুশে সংবাদ/জা.নি/এ.জে