রাজধানীতে সংঘর্ষে গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) সকালে ঢামেকের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি জানান, নুরকে আহত অবস্থায় শুক্রবার রাতে হাসপাতালে আনা হলে প্রথমে ক্যাজুয়ালটি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে ওয়াল স্টক ইমারজেন্সি সেন্টারে (ওসেক) রাখা হয় এবং সেখান থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
আসাদুজ্জামান বলেন, “নুরের নাকের হাড় ভেঙেছে, চোখের ওপরে আঘাত রয়েছে এবং মাথায় সামান্য রক্তক্ষরণ পাওয়া গেছে। রাতেই বিভিন্ন বিভাগের চিকিৎসকদের নিয়ে ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছে। রোগী এখন স্থিতিশীল আছেন, তবে আগামী ৪৮ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত তাকে সম্পূর্ণ শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।”
মেডিকেল বোর্ডে হাসপাতালের পরিচালক ছাড়াও এনেস্থেশিয়া, ক্যাজুয়ালটি, নাক-কান-গলা, নিউরোসার্জারি ও চক্ষু বিভাগের চিকিৎসকরা রয়েছেন।
প্রসঙ্গত, শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। রাত ৯টার দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করে। ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় নুর গুরুতর আহত হন এবং পরে তাকে ঢামেকে ভর্তি করা হয়।
একুশে সংবাদ/আ.ট/এ.জে