AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৯ আগস্ট, ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে হবে : সালাহউদ্দিন আহমদ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৩৩ পিএম, ৯ আগস্ট, ২০২৫

ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে হবে : সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য যেন বিনষ্ট না হয়, সেদিকে সব রাজনৈতিক দলকে সতর্ক থাকতে হবে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর সিরডাপে ‘আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং জাতীয় নিরাপত্তা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ আহ্বান জানান।

পার্বত্য অঞ্চল নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে সালাহউদ্দিন আহমদ বলেন, “এই ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না। অখণ্ড বাংলাদেশ ও সবাই বাংলাদেশি—এই পরিচয়কে ধারণ করতে হবে।”

তিনি বলেন, “শক্তিশালী রাষ্ট্র গড়তে সব নৃগোষ্ঠী, উপজাতি, আধা উপজাতি সবাইকে বাংলাদেশি হতে হবে। ভাষা, একক সংস্কৃতি বা ধর্ম কোনো জাতিকে একা গঠন করতে পারে না। সব ভাষাভাষী, ধর্মাবলম্বী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী মিলেই একটি জাতি গড়ে ওঠে।”

বিগত সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে জাতিকে বিভক্ত করার প্রবণতার সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, “স্বাধীনতার ৫০ বছর পরও পক্ষ-বিপক্ষের কথা বলে আমাদের বিভক্ত করা হয়েছে। মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল বলে যাদের আলাদা করতে চাওয়া হয়, তারাও বিজয়ের পর তা অস্বীকার করেনি।”

তিনি আবারও ফ্যাসিবাদবিরোধী ঐক্য রক্ষার ওপর গুরুত্ব দেন।

 

একুশে সংবাদ//র.ন

Link copied!