রাজনৈতিক মতভেদ সত্ত্বেও জাতীয় স্বার্থে সকল দলকে এক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৬ আগস্ট) ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় র্যালিকে ঘিরে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, “রাজনীতিতে নানা ইস্যুতে মতবিরোধ থাকবেই। কিন্তু তা যেন দলগুলোর সম্পর্ক বিচ্ছিন্ন করে না ফেলে। গণতন্ত্র এবং জাতীয় ইস্যুতে কারও সঙ্গে যেন মুখ দেখাদেখি বন্ধ না হয়—এমন পরিস্থিতি এড়াতে হবে। কারণ ব্যক্তি কিংবা দলের মতাদর্শ যাই হোক না কেন, এই রাষ্ট্র সবার।”
তিনি দেশের কল্যাণে একযোগে কাজ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানান।
তারেক আরও বলেন, “দেশের প্রতিটি নাগরিককে এখন সিদ্ধান্ত নিতে হবে—আমরা কেমন বাংলাদেশ চাই। অতীতে ফ্যাসিবাদের সময় কেউ নিরাপদ ছিল না, এমনকি আমাদের ভবিষ্যৎ প্রজন্মও না। ভোটাধিকার হরণ করা হয়েছে, নাগরিক স্বাধীনতা দমন করা হয়েছে। এসব ঘটেছে কারণ দেশে আইনের শাসন ও গণতন্ত্রের অনুপস্থিতি ছিল।”
তিনি বলেন, “২০২৪ সালের রাজনৈতিক আন্দোলন একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে। জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা ফিরিয়ে আনার এই সুযোগ কাজে লাগাতে পারলে দেশে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না। আর কখনো ত্যাগ-রক্তের সেই চিত্র দেখতে হবে না।”
বিজয় র্যালিকে ‘আলোর পথে যাত্রা’ হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, “পতিত শাসনের অন্ধকার যুগ পেছনে ফেলে আজকের র্যালি গণতন্ত্রের আলোকবর্তিকা বহন করছে।”
একুশে সংবাদ/ঢ.প/এ.জে