AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোপালগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


Ekushey Sangbad
গোপালগঞ্জ সদর প্রতিনিধি,গোপালগঞ্জ
১১:০৩ পিএম, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

গোপালগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারসহ ৫ দফা দাবি আদায়ে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজের পর গোপালগঞ্জ গেটপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ থেকে জেলা জামায়াতের আমির অধ্যাপক রেজাউল করিমের নেতৃত্বে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে গিয়ে শেষ হয়। এ সময় কর্মীরা নির্বাচনী প্রচারপত্রও বিতরণ করেন।

সমাবেশে গোপালগঞ্জ-২ আসনের কেন্দ্রীয় ইউনিট সদস্য অ্যাডভোকেট আজমল হোসেন সরদার বলেন, “আগামী নির্বাচন অবশ্যই পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে সংসদের উভয় কক্ষে আয়োজন করতে হবে। তা না হলে দেশে আবারও স্বৈরতন্ত্রের জন্ম হবে।”
তিনি সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধানিক ভিত্তি দেওয়ার, খুনি ও দুর্নীতিবাজদের বিচার করার দাবি জানান। পাশাপাশি জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করারও আহ্বান জানান।

জেলা সেক্রেটারি মোহাম্মদ আল মাসুদ খান গোপালগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে সৎ ও যোগ্য মানুষের শাসন প্রতিষ্ঠা করতে হবে।”

জেলা আমির অধ্যাপক রেজাউল করিম তরুণ ভোটারদের উদ্দেশে বলেন, “আপনারা প্রথম ভোট দাঁড়িপাল্লায় দিন। আমরা সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে একটি সমৃদ্ধশালী কল্যাণমুখী নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করব।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!