চলতি বছরের ও সমমানের পরীক্ষার ফল অক্টোবরের মাঝামাঝি প্রকাশ হতে পারে। শুক্রবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়। সেই হিসাবে আগামী ১৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ বাধ্যতামূলক। “আমরা আশা করছি, অক্টোবরের মাঝামাঝি ফল প্রকাশ করা সম্ভব হবে,” বলেন তিনি।
গত ২৬ জুন শুরু হয়ে কয়েক দফা স্থগিতের পর পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ছেলে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং মেয়ে ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।
সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন প্রায় ২৭ হাজার শিক্ষার্থী। ফলে ফলাফলের অপেক্ষায় রয়েছেন সোয়া ১২ লাখ পরীক্ষার্থী।
একুশে সংবাদ/এ.জে