সবাইকে সঙ্গে নিয়ে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আল্লাহর রহমত ও জনগণের ভালোবাসায় জামায়াত নেতৃত্বাধীন সরকার গঠিত হলে মন্ত্রী-এমপিরা সরকারি প্লট নেবেন না, ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করবেন না, এমনকি নিজের হাতে টাকা-পয়সার লেনদেনও করবেন না।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “কোনো প্রকল্পের জন্য সরকারি অর্থ বরাদ্দ পেলে তার কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দেশের ১৮ কোটি মানুষের কাছে সব হিসাব দেওয়া হবে। চাঁদা নেব না, দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না।”
ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে নিজের ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, “আগামীর বাংলাদেশ হবে একদিকে ফ্যাসিবাদের বিরুদ্ধে, অন্যদিকে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের বাংলাদেশ। দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে যা কিছু করা দরকার, তারুণ্য ও যুবশক্তিকে সঙ্গে নিয়েই সেই লড়াইয়ে সফল হবো ইনশাআল্লাহ।”
বক্তব্য চলাকালীন গরমে কিছুটা অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। পরে মঞ্চে বসে থেকেই তিনি বক্তব্য চালিয়ে যান এবং এ সময়ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার আহ্বান জানাতে ভোলেননি।
সরকারে গেলে কী ধরনের নীতি অনুসরণ করা হবে, তা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা মালিক হতে চাই না, জনগণের সেবক হতে চাই। জামায়াতের নির্বাচিত এমপি বা মন্ত্রী হলে কেউ কোনো ব্যক্তিগত সুবিধা নেবেন না। আমরা সবাইকে নিয়েই এই সমাজ গড়ব।”
“মুক্তি আসা পর্যন্ত আমাদের লড়াই চলবে,” বলেন তিনি।
একুশে সংবাদ/আ.ট/এ.জে