AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আওয়ামী নেতাদের দমন-পীড়ন ইয়াজিদ বাহিনীর সমতুল্য ছিল: তারেক রহমান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৪৮ পিএম, ৫ জুলাই, ২০২৫

আওয়ামী নেতাদের দমন-পীড়ন ইয়াজিদ বাহিনীর সমতুল্য ছিল: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, "জাগতিক অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং হজরত ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগ সারা বিশ্বের মুসলমানদের জন্য এক অনন্য আদর্শ। বাংলাদেশের ফ্যাসিস্ট আওয়ামী সরকার যেভাবে মানুষের ওপর দমন-পীড়ন চালিয়েছে, তা ইয়াজিদের বাহিনীর পৈশাচিকতারই প্রতিচ্ছবি।"


শনিবার (৫ জুলাই) পবিত্র আশুরা উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। বিবৃতিটি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষর করেন।


তারেক রহমান বলেন, “১০ মহররম শুধু মুসলিম উম্মাহ নয়, বিশ্বের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। কারবালার প্রান্তরে হজরত ইমাম হোসেন (রা.)-এর শাহাদাত অন্যায়ের বিরুদ্ধে চরম আত্মত্যাগের প্রতীক হয়ে আছে।”


তিনি আরও বলেন, “ক্ষমতার মোহে যারা ইনসাফ ও মানবতাকে পদদলিত করেছে, তাদের বিরুদ্ধে ইমাম হোসেন (রা.) ও তাঁর অনুসারীদের আত্মত্যাগ আজও নিপীড়িতদের প্রেরণার উৎস। এই আত্মদানের মাধ্যমে তারা ইসলাম ও মানবতার মূল চেতনাকে অক্ষুণ্ন রেখেছেন।”


আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ করে তারেক রহমান বলেন, “গত ১৬ বছরে বাংলাদেশে ভোটাধিকার হরণ, গুম, বিচারবহির্ভূত হত্যা, দুর্নীতি, টাকা পাচারসহ ভয়াবহ শাসন চালিয়েছে এই সরকার। খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারারুদ্ধ করে মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো হয়েছে।”


তিনি আরও বলেন, “স্বৈরাচারী আওয়ামী নেতাদের পৈশাচিক দমন-পীড়ন ইয়াজিদের বাহিনীর সমতুল্য ছিল। কারবালার চেতনা থেকে আমরা শিখি—কোনো নিষ্ঠুর শাসকের অভ্যুদয় ঠেকাতে আমাদের নিরন্তর সংগ্রাম চালিয়ে যেতে হবে।”


বিবৃতির শেষে তারেক রহমান বলেন, “আমি শহীদ হজরত ইমাম হোসেন (রা.), তাঁর পরিবার এবং সঙ্গীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করি।”
 

একুশে সংবাদ//র.ন

Link copied!