ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথে আর কোনো বাধা নেই—এমন রায় দিয়েছেন হাইকোর্ট। তবে এ রায়কে ‘প্রাথমিক বিজয়’ বলেই দেখছেন ইশরাক সমর্থকরা। এখন তাদের নতুন দাবি, সরকারের দুই উপদেষ্টা—আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম—পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিটটি খারিজ হলে এ রায় আসে। এতে বলা হয়, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ নিতে আইনগত কোনো বাধা নেই।
রায়ের পরও কাকরাইল মোড়ে অবস্থান করে থাকা ইশরাক সমর্থকদের একটি অংশ সরে যায়নি। বরং আন্দোলনের নতুন ধাপে তারা সরকারপ্রধানের দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করছে।
আন্দোলনে নেতৃত্ব দেওয়া যুবদলের সাবেক নেতা আলাউদ্দিন বলেন, “শুধু ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ালেই হবে না। যারা এই প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন, বিশেষ করে দুই উপদেষ্টা—তাদের পদত্যাগ করতে হবে। না হলে আমরা রাজপথ ছাড়ব না।”
এর আগে বুধবার (২১ মে) থেকে ইশরাক সমর্থকেরা কাকরাইলে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। রাতভর অবস্থানের পর বৃহস্পতিবার হাইকোর্টের রায়ের খবর পেয়ে স্লোগান ও আনন্দ-উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা। কিন্তু সন্ধ্যায় ইশরাক নিজেই আন্দোলনস্থলে এসে নতুন দাবি উপস্থাপন করেন।
তিনি বলেন, “শুধু গেজেট প্রকাশ বা আদালতের রায় যথেষ্ট নয়। আমাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে এবং যেসব উপদেষ্টা বাধা দিচ্ছেন তারা পদত্যাগ না করলে আমরা আন্দোলন চালিয়ে যাব।”
সমর্থকরা তখন স্লোগান দেন—
"এই মুহূর্তে খবর এলো, ইশরাক মেয়র হলো!"
"দফা এক, দাবি এক—আসিফ-মাহফুজের পদত্যাগ!"
"শপথ নিয়ে টালবাহানা চলবে না!"
বিক্ষোভকারীদের ভাষ্য, স্থানীয় সরকার মন্ত্রণালয় এখনো শপথ কার্যক্রমে গড়িমসি করছে। এই সুযোগে উপদেষ্টারা প্রভাব খাটিয়ে গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন বলে অভিযোগ তাদের। তাই যতদিন না পদত্যাগের দাবি মানা হচ্ছে, ততদিন কাকরাইলে অবস্থান চলবে বলে জানিয়ে দিয়েছেন তারা।
এ পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে কাকরাইলসহ আশপাশের এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বন্ধ রয়েছে ওই এলাকার কিছু গুরুত্বপূর্ণ সড়ক, যার প্রভাব পড়েছে নগরজুড়ে যান চলাচলে।
একুশে সংবাদ//এ.জে