মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রণীত সংবিধানকে অস্বীকার ও ভিন্নভাবে ব্যাখ্যার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
শনিবার (২আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে `জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি` উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও শহীদ পরিবার সম্মাননা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হাফিজ উদ্দিন বলেন, "বিশ্বে এমন নজির নেই যেখানে কোনো অনির্বাচিত সরকার সংবিধান পরিবর্তনের উদ্যোগ নেয়। অথচ বাংলাদেশে এখন সেই চেষ্টাই দেখা যাচ্ছে। ১৯৭১ সালের আত্মত্যাগের ভিত্তিতে রচিত সংবিধানকে ভিন্নভাবে উপস্থাপন করার ষড়যন্ত্র হচ্ছে।"
তিনি আরও বলেন, "বর্তমান অন্তর্বর্তী সরকার `জুলাই চেতনা` ধারণ করে না বলেই গণআকাঙ্ক্ষা পূরণ হয়নি। গত ১৭ বছরে যারা স্বৈরশাসনের বিরুদ্ধে কথা বলেনি, তাদের কাছ থেকে পরিবর্তনের আশা করাও কঠিন।"
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন, "ভবিষ্যতে যেন কেউ স্বৈরাচারী আচরণ করতে না পারে, তার জন্য ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন জরুরি। ঐক্যের মধ্যে বিভাজন তৈরি হলে ফের অগণতান্ত্রিক শক্তি মাথাচাড়া দেবে।"
আলোচনা সভায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের নেতৃবৃন্দ ও শহীদ পরিবারের সদস্যরাও অংশ নেন।
একুশে সংবাদ/ ই.ট/এ.জে