রাজনৈতিক দল হিসেবে শৃঙ্খলা ও সততার দিক থেকে জামায়াতে ইসলামীর অবস্থান রাজনৈতিক অঙ্গনের জন্য শিক্ষণীয় হতে পারে বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (২ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমির শফিকুর রহমানের প্রতি সহমর্মিতা জানিয়ে শফিকুল আলম লেখেন, “হার্ট সার্জারির পর থেকে আমি শফিকুর রহমান ভাইকে নিয়ে ভাবছি এবং তাঁর সুস্থতার জন্য নামাজ ও দোয়ায় প্রার্থনা করছি।”
তিনি আরও বলেন, “এই অনিশ্চয়তাপূর্ণ সময়েও তাঁর শান্ত ও দায়িত্বশীল নেতৃত্ব, বিশেষত চলমান রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ায় গঠনমূলক অংশগ্রহণের সদিচ্ছা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর নেতৃত্বে জামায়াত যে অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সততার মান ধরে রেখেছে, তা অন্য রাজনৈতিক দলগুলোর জন্য অনুসরণযোগ্য হতে পারে।”
পোস্টের শেষাংশে তিনি শফিকুর রহমানের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, “আমি প্রার্থনা করি, তিনি যেন সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠেন। তাঁর জন্য শান্তি ও মানসিক শক্তি কামনা করছি। ইনশাআল্লাহ।”
একুশে সংবাদ/এ.জে