AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শহীদ পরিবারের সম্মান প্রতিষ্ঠায় কাজ করছি : নাহিদ ইসলাম


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৪৫ পিএম, ২০ জুলাই, ২০২৫

শহীদ পরিবারের সম্মান প্রতিষ্ঠায় কাজ করছি : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের বিভিন্ন স্থানে ঘুরে শহীদ পরিবারের সঙ্গে কথা বলছি। প্রত্যেক পরিবার প্রায় একই ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে। কোথাও কোথাও সুবিধা কিছুটা পৌঁছালেও অনেক জায়গায় তা এখনো অধরা। আমরা যখন সরকারে ছিলাম, তখন শহীদ পরিবারদের জন্য নানা উদ্যোগ গ্রহণে চাপ সৃষ্টি করেছি।

রোববার (২০ জুলাই) সকালে চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় হোটেল সৈকতে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, অনেক উদ্যোগই মাঠপর্যায়ে পৌঁছায়নি বা পৌঁছাতে বিলম্ব হচ্ছে। প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো স্বৈরাচারী শক্তির অনুগামীরা রয়েছে, যারা এসব কাজে বাধা সৃষ্টি করছে। শহীদ পরিবারগুলো যেই সম্মান পাওয়ার কথা, সেটি না পাওয়ার অভিযোগ আমরা বিভিন্ন জায়গায় শুনে আসছি।

তিনি আরও বলেন, আমরা কোনো রাজনৈতিক দল হিসেবে নয়, সহযোদ্ধা ও পরিবারের অংশ হিসেবে শহীদ পরিবারের পাশে দাঁড়াতে এসেছি। কারণ, আপনারা এবং আমরা সবাই এই দেশের জন্য, অভ্যুত্থানে একসঙ্গে লড়েছি। দেশের জন্য জীবন উৎসর্গ করা পরিবারগুলোর ন্যায্য মর্যাদা প্রতিষ্ঠায় আমরা আন্দোলন করছি।

নাহিদ ইসলাম জানান, এনসিপির পক্ষ থেকে সারাদেশে ঘুরে শহীদ পরিবারের সদস্যদের বক্তব্য শোনা হচ্ছে। তাদের কল্যাণে ‘শহীদ কল্যাণ ও আহত সেল’ গঠন করা হয়েছে। এর মাধ্যমে দলের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করা হচ্ছে। প্রত্যেক জায়গায় গিয়ে নতুন করে যোগাযোগের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

তিনি বলেন, স্থানীয় সংগঠনের সহযোগিতায় এ কার্যক্রম চালানো হচ্ছে। জুলাইয়ের রাজনৈতিক ঘোষণাপত্র বা জাতীয় সনদ নিয়ে ৩ আগস্ট ঢাকায় বড় কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে। সরকারও বলছে ৫ আগস্টের মধ্যে এটি দেওয়া হবে।

এসময় চট্টগ্রামের শহীদ পরিবারের সদস্য এবং এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এরপর দলটির নেতারা রাঙামাটির উদ্দেশে যাত্রা করেন।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!