বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (২ আগস্ট) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়।
সার্জারির বিষয়টি নিশ্চিত করে ডা. জাহাঙ্গীর কবির বলেন, “চারটি বাইপাস সফলভাবে করা হয়েছে। কোনো জটিলতা ছাড়াই সার্জারিটি শেষ হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।”
তিনি আরও জানান, “সব কিছু স্বাভাবিক থাকলে আগামী সাত দিনের মধ্যে রোগী বাসায় ফিরতে পারবেন।”
চিকিৎসক জাহাঙ্গীর কবির বলেন, “এ ধরনের একটি জটিল অপারেশন দেশের চিকিৎসক সমাজের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। ডা. শফিকুর রহমান দেশীয় চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।”
দলীয় সূত্রে জানা গেছে, ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে অংশ নেওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তী সময়ে এনজিওগ্রামে তার হৃদযন্ত্রের তিনটি প্রধান রক্তনালিতে ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়।
একুশে সংবাদ/স.ট/এ.জে