AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশের অর্থনীতি সংকটে, সামনে দুর্ভিক্ষের শঙ্কা: রিজভী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:০০ পিএম, ১১ জুলাই, ২০২৫

দেশের অর্থনীতি সংকটে, সামনে দুর্ভিক্ষের শঙ্কা: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের অর্থনীতির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং সামনে দুর্ভিক্ষ দেখা দিতে পারে এমন আশঙ্কা সাধারণ মানুষের মধ্যেই তৈরি হয়েছে। তার ভাষ্য, এটি কেবল রাজনৈতিক বক্তব্য নয়—জনজীবনের বাস্তবতা।

শুক্রবার (১১ জুলাই) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া পরিষদের আয়োজনে দুঃস্থদের মাঝে জায়নামাজ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সংগঠনের সভাপতি আব্দুল কুদ্দুসের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

রিজভী বলেন, “আমরা বৃহত্তর আদর্শের পক্ষে লড়াই করছি—সাম্য, মানবিকতা, ন্যায়বিচার ও আইনের শাসনের জন্য। এই লড়াই হচ্ছে এমন একটি রাষ্ট্রব্যবস্থার জন্য, যেখানে জনগণের প্রকৃত মালিকানা থাকবে।”

তিনি আরও বলেন, “যদি মানুষের খাদ্য কেনার সামর্থ্য না থাকে, যদি কর্মসংস্থান না বাড়ে, তাহলে দুর্ভিক্ষের পূর্বাভাস বাস্তবতায় রূপ নিতে বেশি সময় লাগবে না। আর তখন কোনো পক্ষই রেহাই পাবে না।”

রিজভী অভিযোগ করেন, সরকারঘনিষ্ঠ এক শ্রেণির লোক দেশের ব্যাংক ব্যবস্থার বড় ক্ষতি করেছে এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। অথচ এসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

তার মতে, “শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সচল রাখতে সরকার চাইলে প্রশাসক নিয়োগের মতো কার্যকর পদক্ষেপ নিতে পারে। গার্মেন্টস কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়া অর্থনীতির জন্য বড় ধাক্কা। শ্রমিকরা বেকার হলে তার প্রভাব সমাজ ও রাজনীতিতেও পড়বে।”

আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে রিজভী বলেন, “শুধু অর্থনীতি নিয়ে কথা বললেই হবে না। মানুষের জীবন-জীবিকা নিশ্চিত না হলে সংকট আরও গভীর হবে।”

তিনি আরও জানান, বিএনপি সবসময় গঠনমূলক সংস্কারের পক্ষে ছিল এবং ৩১ দফার অনেক সুপারিশেই বর্তমান সময়ের প্রয়োজনীয়তা প্রতিফলিত হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জিয়া পরিষদের সিনিয়র সহসভাপতি ড. শফিকুল ইসলাম ও মহাসচিব ড. এমতাজ হোসেন প্রমুখ।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!