AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামায়াত আমিরের হৃদযন্ত্রে বাইপাস সার্জারি চলছে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:২০ পিএম, ২ আগস্ট, ২০২৫

জামায়াত আমিরের হৃদযন্ত্রে বাইপাস সার্জারি চলছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে বাইপাস সার্জারি শুরু হয়েছে।

শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এই অস্ত্রোপচারের কার্যক্রম শুরু হয়। সার্জারি পরিচালনা করছেন দেশের অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির।

বিষয়টি নিশ্চিত করে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, “অপারেশন শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন সার্জারি চলমান। কমপক্ষে পাঁচ ঘণ্টা লাগতে পারে, তাই বিস্তারিত জানাতে সময় লাগবে।”

এর আগে শুক্রবার (১ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের প্রিয় আমিরের সুস্থতা কামনায় সবাইকে নফল নামাজ, রোজা ও দান-সাদাকার মাধ্যমে দোয়া করার অনুরোধ জানাই।”

গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। পরে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা প্রথমে বড় ধরনের সমস্যা শনাক্ত না করলেও পরে বিস্তারিত পরীক্ষায় ৩০ জুলাই তাঁর হৃদযন্ত্রে চারটি ব্লক ধরা পড়ে।

সেক্রেটারি জেনারেল জানান, বিদেশে চিকিৎসার সুযোগ থাকলেও ডা. শফিকুর রহমান দেশেই চিকিৎসা নিতে সম্মত হন। তার মতে, জনগণের কাছে আস্থার বার্তা দিতে হলে দেশের চিকিৎসকদের ওপর ভরসা রাখতে হবে।

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে

Link copied!