পাবনার ফরিদপুর উপজেলার বিএলবাড়ী ইউনিয়নের পুরন্দরপুর থেকে জন্তিহার পর্যন্ত আরসিসি ঢালাই সড়কের একাধিক অংশ ধসে পড়েছে। ফলে এ সড়ক দিয়ে যান চলাচল প্রায় অচল হয়ে পড়েছে, আর এতে চরম ভোগান্তিতে পড়েছেন এ পথে নিয়মিত চলাচলকারী হাজারো মানুষ।
যদিও সড়কটি ফরিদপুর উপজেলার আওতাধীন, এটি সরাসরি সংযুক্ত সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের সঙ্গে। ফলে দুই জেলার অন্তত ১০টি গ্রামের মানুষ এ রাস্তা ব্যবহার করে থাকেন। প্রতিদিন অসংখ্য যানবাহন ও পথচারী চলাচল করেন এ সড়কে। এর পাশাপাশি ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতের প্রধান মাধ্যমও এই রাস্তা।

স্থানীয় এক অটোভ্যান চালক, আল মামুন, বলেন, “ভাঙা রাস্তা দিয়ে গাড়ি চালাতে ভয় লাগে, মনে হয় যেকোনো সময় উল্টে যেতে পারে। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।”
জন্তিহার গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক এস. এম. আবু যুবাইর হেলাল বলেন, “এই রাস্তা ছাড়া উপজেলা সদরে যাওয়ার বিকল্প নেই। মানুষ প্রচণ্ড কষ্টে আছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।”

উপজেলা প্রকৌশল দপ্তরের তথ্য অনুযায়ী, ২০১১-১২ অর্থবছরে এলজিইডির তত্ত্বাবধানে ২১০০ মিটার দীর্ঘ এ সড়কটি নির্মাণ করা হয়। সরেজমিনে দেখা গেছে, জন্তিহার অংশে অন্তত ১০টি স্থানে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে।
বন্যাপ্রবণ এলাকা হওয়ায় এবং রাস্তার পাশ দিয়ে খাল ও পুকুর থাকায় মাটি সরে গিয়ে নিচ থেকে রাস্তা দেবে গেছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া গুমানী নদীর ওপর নির্মিত সেতুর সংযোগস্থলও এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, “আমরা এ সমস্যার বিষয়ে আগেই অবগত হয়েছি। ইতোমধ্যে সংস্কারের প্রস্তাব উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আশা করছি, খুব শিগগিরই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে।”
এদিকে, স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা—সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং রাস্তার সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করে সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগ লাঘব করবে।
একুশে সংবাদ/পা.প্র/এ.জে