জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যে সামরিক উত্তেজনা চলছে, তা “কারওই মঙ্গল বয়ে আনবে না” মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি উভয় পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করার অনুরোধ জানান।
পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, “কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটকের মৃত্যু নিয়ে সৃষ্ট উত্তেজনা—যেখানে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে—তা কোনো পক্ষের জন্যই কল্যাণকর নয়।” তিনি বলেন, “এই ঘটনার গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত, যাতে সত্য উদঘাটিত হয় এবং ভ্রান্ত তথ্যের কারণে আরও উত্তেজনা তৈরি না হয়।”
জামায়াত আমির আরও উল্লেখ করেছেন, “যুদ্ধ কিংবা সামরিক সংঘর্ষ কখনও শান্তি আনে না। কাশ্মীরবাসীর চিরস্থায়ী নিরাপত্তা ও স্বাভাবিক জীবন ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক ও রাজনৈতিক সমাধানই একমাত্র পথ।” তিনি উভয় গ্রাহককে তাদের অবস্থানের বাইরে গিয়ে মানবিক দৃষ্টিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করার আহ্বান জানান।
গত ২২ এপ্রিল পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর থেকে ভারতের ‘অপারেশন সিন্দুর’ ও পাকিস্তানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় দু’পক্ষ যুক্ত। সাম্প্রতিক দাবি-প্রতিদাবির সূত্রেই উত্তেজনা সীমান্ত পেরিয়ে সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশংকা তৈরি হয়েছে। শান্তি বজায় রাখতে তড়িঘড়ি সংলাপ ও মধ্যস্থতা জরুরি––এমনটাই পুনরায় বলেছেন জামায়াতের আমির।
একুশে সংবাদ/আ.ট/এ.জে
আপনার মতামত লিখুন :