দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সামগ্রিক অবস্থা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলা মোটরের রূপায়ন টাওয়ারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
এর আগে, বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে আওয়ামী লীগ প্রসঙ্গে এনসিপির জ্যেষ্ঠ নেতা হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট ঘিরে দেশজুড়ে আলোচনা শুরু হয়। কিছু এলাকায় এই ইস্যুতে মিছিলও হয়েছে।
এছাড়া, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মন্তব্য করেছেন এনসিপির উপদেষ্টা আসিফ মাহমুদ। দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও দুপুরে একটি স্ট্যাটাস দেন, তবে পরে তা সরিয়ে নেন।
একুশে সংবাদ// আ.ট//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

