AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সেরা পাঁচের সফলতা নিয়ে কোটচাঁদপুরের তরিতা, হাঁটছেন সেরা দশের স্বপ্ন সফলে


Ekushey Sangbad
সুব্রত কুমার, কোটচাঁদপুর, ঝিনাইদহ
০৫:৩২ পিএম, ১২ অক্টোবর, ২০২৫

সেরা পাঁচের সফলতা নিয়ে কোটচাঁদপুরের তরিতা, হাঁটছেন সেরা দশের স্বপ্ন সফলে

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’-এর গানের প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে সেরা পাঁচে স্থান করে নিয়েছেন ঝিনাইদহের কোটচাঁদপুরের কৃতী ছাত্রী শেখ রোদসী রায়ানা (তরিতা)। এখন তিনি সেরা দশে স্থান অর্জনের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন। সফলতার পথে তরিতা সবার দোয়া প্রার্থনা করেছেন।

জানা যায়, দীর্ঘ বিরতির পর আবারও শুরু হয়েছে বিটিভির জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’। এতে নৃত্য, লোকসংগীত ও আধুনিক গানের বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এ প্রতিযোগিতায় অংশ নেন কোটচাঁদপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শেখ রোদসী রায়ানা (তরিতা)। তিনি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবুল আক্তার (টোকন)-এর কন্যা।

তরিতা তিনটি ইভেন্টে অংশ নিয়ে খুলনা বিভাগের প্রাথমিক বাছাইয়ে সেরা পাঁচজনের একজন নির্বাচিত হন। এখন তিনি জাতীয় পর্যায়ে সেরা দশে স্থান পাওয়ার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছেন, যেখানে দেশের আট বিভাগের মোট ৪০ জন প্রতিযোগী অংশ নেবেন।

তরিতার বাবা বাবুল আক্তার (টোকন) বলেন, “ছোটবেলা থেকেই তরিতা সাংস্কৃতিক মনোভাবাপন্ন। আমরা সবসময় তাকে সাপোর্ট দিয়ে এসেছি। তার সংগীতের প্রথম হাতেখড়ি কোটচাঁদপুরের মিতালী সংগীত একাডেমিতে। মাত্র তিন-চার বছর বয়স থেকেই সে সেখানে গান শিখছে। তাঁর প্রথম সংগীতগুরু ছিলেন খাজা সামাদ উল্লাহ টুটুল।”

তিনি আরও জানান, তরিতা রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ছড়া গানের প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে। এছাড়া ২০২৪ সালে শিল্পকলা একাডেমির লোকগানে জেলাস্তরে প্রথম স্থান, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় লোকগানে জেলায় দ্বিতীয় ও নৃত্যে প্রথম স্থান অর্জন করে। চিত্রাঙ্কন প্রতিযোগিতাতেও উপজেলায় একাধিকবার প্রথম হয়েছে।

বাবুল আক্তার আরও বলেন,  “এই প্রথম নতুন কুঁড়ির মতো জাতীয় মানের অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ে সেরা পাঁচে স্থান পেয়েছে তরিতা। এখন তার লক্ষ্য সেরা দশে জায়গা করে নেওয়া। সবার কাছে মেয়ের জন্য দোয়া চাই।”

তরিতার এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন কোটচাঁদপুর মিতালী সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা পরিচালক, কবি, সাহিত্যিক ও কৌতুক অভিনেতা মিতুল সাইফ। তিনি বলেন, “আগামীর প্রজন্মের সম্ভাবনা তাদের ভেতরেই লুকিয়ে আছে। হাটি হাটি পা পা করে তরিতা আজ যেভাবে এগোচ্ছে, ভবিষ্যতে সে আরও বড় সফলতা অর্জন করবে— এই প্রত্যাশা করি।”

এছাড়াও স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষক সমাজ তরিতার সাফল্যে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!