গ্রীষ্মকালীন আন্তঃস্কুল কাবাডি প্রতিযোগিতায় জেলার চ্যাম্পিয়ন হয়েছে কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়। শনিবার (১১ অক্টোবর) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা ৩০-১৭ পয়েন্টে জয়লাভ করে।
জানা যায়, সম্প্রতি উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন আন্তঃস্কুল কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়। এরপর জেলা পর্যায়ে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে বিদ্যালয়টি হরিণাকুণ্ডু শিশু কলি মাধ্যমিক বিদ্যালয়ের বিপক্ষে। খেলায় দারুণ নৈপুণ্য দেখিয়ে জয় ছিনিয়ে নেয় কোটচাঁদপুরের শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের পক্ষে খেলায় অংশ নেয়— সোবায়েল হোসেন, শিশির আহমেদ, অরিক হোসেন, রিয়াদ হোসেন, তানজির ইসলাম, রাদ আহমেদ, রুবায়েত হোসেন, রাজা হোসেন, আফিফ হোসেন, শাকিল হোসেন, অঙ্কন ও আলিফ হোসেন।
জয়লাভের পর বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান বলেন, “আমাদের শিক্ষার্থীদের এই সাফল্য পুরো কোটচাঁদপুরের গর্ব। ভবিষ্যতেও তারা যেন জেলা ও জাতীয় পর্যায়ে আরও বড় অর্জন করতে পারে, সেই প্রত্যাশা করছি।”
কাবাডি খেলায় বিজয়ী শিক্ষার্থীদের সঙ্গে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দও আনন্দে মেতে ওঠেন।
একুশে সংবাদ/এ.জে