আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, একটি দল বা গোষ্ঠীকে নির্বাচনে আনতে সংবিধানের বিরোধী কোনো কাজ মেনে নেয়া হবে না।
মঙ্গলবার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের সাম্যবাদী দল আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, খুনিরা বঙ্গবন্ধুর রক্তকে ভয় পায় বলেই এখনো তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় জিয়া পরিবার সরাসরি জড়িত ছিল মন্তব্য করেন তিনি। বলেন, তাদেরকে রাজনীতি থেকে অপসারণ করতে পারলেই দেশে শান্তি ফিরিয়ে আনা সম্ভব।
মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করতে ১৪ দলের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, বিএনপি জামায়াতের চক্রান্ত বন্ধ করতে ১৪ দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। বাজার সিন্ডিকেটের কারসাজি বন্ধ করতে সরকারের কাছে দাবি জানান তিনি।
একুশে সংবাদ.কম/জা.হা
আপনার মতামত লিখুন :