AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
জয়পুরহাট-২

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির মনোনয়ন পরিবর্তন চেয়ে একাংশের বিক্ষোভ ও মিছিল


Ekushey Sangbad
আব্দুল্লাহ সউদ, কালাই, জয়পুরহাট
০৭:১০ পিএম, ২৩ নভেম্বর, ২০২৫

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির মনোনয়ন পরিবর্তন চেয়ে একাংশের বিক্ষোভ ও মিছিল

জয়পুরহাট-২ (কালাই–ক্ষেতলাল–আক্কেলপুর) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘিরে দলীয় অন্তর্দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে। সাবেক সচিব আব্দুল বারীকে মনোনয়ন দেওয়া হওয়ার পর থেকেই সাবেক সাংসদ প্রকৌশলী গোলাম মোস্তফার সমর্থকরা প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করছেন।

রোববার বিকেলে কালাই বাসস্ট্যান্ড এলাকায় জয়পুরহাট–বগুড়া মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন প্রকৌশলী গোলাম মোস্তফার অনুসারীরা। এ সময় প্রায় আধাঘণ্টা ধরে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

মনোনয়ন পাওয়ার পর থেকে আব্দুল বারী এলাকায় সক্রিয়ভাবে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন। পথসভা, উঠান বৈঠক, প্রচার-প্রচারণার পাশাপাশি তিনি স্থানীয় বিভিন্ন সামাজিক উদ্যোগেও অংশ নিচ্ছেন। রোববার তিনি কালাই ডিগ্রি কলেজ মাঠে গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে আয়োজিত ফ্রি চক্ষু শিবির উদ্বোধন করেন এবং বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেন।

বিক্ষোভের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আব্দুল বারী অভিযোগ করেন, “প্রকৌশলী গোলাম মোস্তফা নিজে মনোনয়ন না পাওয়ায় ভাড়াটিয়া লোকজন দিয়ে মহাসড়কে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছেন। বিক্ষোভকারীদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। দলীয় হাইকমান্ড প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

মনোনয়ন ঘোষণার আগে আসনে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক নেতা মাঠে সক্রিয় ছিলেন। তাদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন, তিনবারের সাবেক সাংসদ আবু ইউসুফ মো. খলিলুর রহমান, সাবেক সাংসদ প্রকৌশলী গোলাম মোস্তফা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা আব্বাস আলী, কৃষক দলের কেন্দ্রীয় নেতা লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ, সিআইপি ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামসহ আরও অনেকে।

কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন মন্ডল বলেন, “বিক্ষোভের সঙ্গে দল বা উপজেলা কমিটির কোনো সম্পৃক্ততা নেই। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, হাইকমান্ড যাকে মনোনয়ন দিয়েছেন, সকলকে তাকে মেনে নিতে হবে। স্থানীয় নেতা–কর্মীরা ইতোমধ্যেই দলীয় প্রার্থীকে বিজয়ী করতে মাঠে কাজ করছেন। বিক্ষোভকে আমরা প্রকৌশলী গোলাম মোস্তফার ব্যক্তিগত উদ্যোগ হিসেবে বিবেচনা করছি।”

অন্যদিকে, বিক্ষোভে অংশ নেওয়া প্রকৌশলী গোলাম মোস্তফার সমর্থিত উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এফতাদুল হক বলেন, “গোলাম মোস্তফা দীর্ঘদিন ধরে মাঠে থেকে দলের জন্য কাজ করেছেন, নির্যাতন সহ্য করেছেন। অথচ যিনি গত ১৫ বছর এলাকায় ছিলেন না, তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাই আমরা মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ করেছি এবং আশা করি দলীয় হাইকমান্ড আমাদের দাবির প্রতি সহানুভূতিশীল হবে।”

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!