AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচনে সরকারকে সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৫৯ পিএম, ২৩ নভেম্বর, ২০২৫

নির্বাচনে সরকারকে সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (২৩ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি বলেন, “সামনে দেশ একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে যাচ্ছে। একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সরকার ও নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে।”

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুসরণ করে দেশের স্বার্থে ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী শুধু নিজস্ব প্রশিক্ষণ ও রুটিন কার্যক্রমেই সীমাবদ্ধ নয়; বরং বিভিন্ন সামাজিক ও জাতিগঠনমূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে বেসামরিক প্রশাসনকে নিয়মিত সহযোগিতা করছে।”

শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর অবদানের প্রশংসা করে সেনাপ্রধান জানান, ২০১৩ সাল থেকে শান্তিকালীন পদক প্রদান কার্যক্রম চালু হয়েছে। এবারে সেনাবাহিনী পদক, অসামান্য সেবা পদক এবং বিশিষ্ট সেবা পদকপ্রাপ্তদের সম্মানিত করা হয়েছে। তিনি পদকপ্রাপ্তদের অভিনন্দন জানান।

সেনাপ্রধান বলেন, “প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন জাতীয় সংকটে সেনাবাহিনীর সদস্যরা আন্তরিকতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে জনগণের পাশে দাঁড়িয়েছে। তাদের দেশপ্রেম ও দায়িত্ববোধই এসব কাজকে সম্ভব করেছে।”

অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কর্ম ও বাহিনীতে বিশেষ অবদানের জন্য ৬৪ সেনাসদস্যকে পদক এবং ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা দেওয়া হয়।
২০২৪–২০২৫ ও ২০২৫–২০২৬ অর্থবছরে অবদানের জন্য ৯ জনকে ‘সেনাবাহিনী পদক’, ১৭ জনকে ‘অসামান্য সেবা পদক’ এবং ৩৮ সেনাসদস্যকে ‘বিশিষ্ট সেবা পদক’ প্রদান করা হয়।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!