AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৩৭ পিএম, ২২ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাস্থ্যসেবা এবং ইন্টারনেট সংযোগ সহযোগিতায় দুটি সমঝোতা স্মারক (MoU) সই হয়েছে। রাজধানীতে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠক শেষে শনিবার (২২ নভেম্বর) এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। তারা দুই দেশের প্রতিনিধিদের দলিল বিনিময় পর্যবেক্ষণ করেন।

প্রথম সমঝোতা স্মারকটি— ‘অ্যাপয়েন্টমেন্ট অব হেলথ ওয়ার্কফোর্স’—স্বাক্ষরিত হয় বাংলাদেশের স্বাস্থ্য সেবা বিভাগ এবং ভুটান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে। বাংলাদেশের পক্ষে দলিলে সই করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।

দ্বিতীয় সমঝোতা স্মারক— ‘ট্রেড অব ইন্টারন্যাশনাল ইন্টারনেট ব্যান্ডউইডথ অ্যান্ড আদার টেলিকমিউনিকেশন সার্ভিসেস’—সই হয় ভুটান রয়্যাল সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে। বাংলাদেশের পক্ষে সই করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান।

এর আগে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শেরিং তোবগে ও অধ্যাপক ইউনূসের মধ্যে একান্ত বৈঠক এবং আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী। সকাল ৮টা ১৫ মিনিটে তার বহনকারী ড্রুকএয়ারের ফ্লাইট ঢাকায় অবতরণ করলে প্রধান উপদেষ্টা তাকে লালগালিচায় স্বাগত জানান। ভিআইপি লাউঞ্জে দুই নেতার সংক্ষিপ্ত আলোচনায় তোবগে আগের দিনের ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন এবং শোক প্রকাশ করেন।

বিমানবন্দরে ১৯ বন্দুক স্যালুট ও গার্ড অব অনার দিয়ে ভুটানের প্রধানমন্ত্রীর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। পরে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং একটি গাছের চারা রোপণ করেন।

দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন শেরিং তোবগেকে সৌজন্য সাক্ষাৎ করেন।

সন্ধ্যায় তার সম্মানে আয়োজিত নৈশভোজে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তোবগের।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!