নরসিংদীর মাধবদীর ভূমিকম্পের আতঙ্ক পুরোপুরি কাটতে না কাটতেই গাজীপুরের বাইপাইলে আবারও মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এই কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।
কেন্দ্রে ডিউটিতে থাকা পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ সময় সংবাদকে জানান, গাজীপুর ও সাভারের মাঝামাঝি এলাকা বাইপালে রিখটার স্কেলে ৩.৩ মাত্রার ভূমিকম্প محسوس হয়। ঢাকা থেকে এর দূরত্ব মাত্র ২৯ কিলোমিটার। তিনি এটিকে ‘মাইনর ভূমিকম্প’ বলে উল্লেখ করেন।
গত শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। নরসিংদীর মাধবদী এলাকায় উৎপত্তি হওয়া ওই ভূকম্পনে বাবা-ছেলেসহ পাঁচজনের মৃত্যু হয়। ঢাকায় আরও চারজন এবং নারায়ণগঞ্জে এক শিশুর প্রাণহানি ঘটে। আহত হন কয়েক শত মানুষ।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

