কেন্দ্রীয় শূরা সদস্য ও ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি এবং লক্ষ্মীপুর-৩ আসনের দলীয় প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিমকে সঙ্গে নিয়ে মটরশোভাযাত্রা করেছে জামায়াত।
শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় লক্ষ্মীপুর শহরের ইটেরপুল এলাকা থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের ঝুমুর এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলীয় প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম।
এসময় তিনি উন্নয়ন ভাবনা প্রকাশ করে বলেন, “জামায়াত ক্ষমতায় এলে প্রতিটি ইউনিয়নে হেলথ কার্ড, শহরে ক্যান্সার হাসপাতাল, লক্ষ্মীপুরে রেল সংযোগ স্থাপন, মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ এবং সদরের ২৫০ শয্যা হাসপাতাল সম্প্রসারণসহ নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।” তিনি ভোটারদের প্রতি উদাত্ত আহবান জানান, আগামী নির্বাচনে জামায়াতের প্রার্থীকে সমর্থন দিতে ভোটাররা এগিয়ে আসুন।
শোভাযাত্রাটি পরে চন্দ্রগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন মাহমুদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মমিন উল্লাহ পাটওয়ারী, শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান, চন্দ্রগঞ্জ থানা সেক্রেটারি রেজাউল ইসলাম খান সুমন, শহর শিবির সভাপতি ফরিদ উদ্দিন ও সেক্রেটারি আব্দুল আউয়াল হামদুসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

