AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৫০ এএম, ২২ নভেম্বর, ২০২৫

তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

তিন দিনের সরকারি সফরে আজ ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। সফরকালে দুই দেশের মধ্যে ‘তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক’ সই হওয়ার কথা রয়েছে। শনিবার (২২ নভেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

দিনের পরবর্তী সময়ে প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠকে বসবেন শেরিং টোবগে। এরপর প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ সরবরাহ, ভুটানে বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং কৃষি সহযোগিতা—এই তিনটি সমঝোতা স্মারকে সই হতে পারে।

গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। তিনি বলেন, ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে ঢাকা ও থিম্পু নীতিগতভাবে একমত হলেও ভারতের অনাপত্তিপত্র এখনও পাওয়া যায়নি। এ সফরেও জলবিদ্যুৎ ইস্যু নিয়ে আলোচনা হবে। পাশাপাশি বাংলাদেশি পর্যটকদের জন্য ট্রাভেল ট্যাক্স অপরিবর্তিত রাখা বা সম্ভব হলে কমানোর প্রস্তাব তোলা হবে।

সফরের প্রথম দিন শনিবার ভুটানের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা প্রসারের বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

সফরকালীন সময়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ কয়েকজন উপদেষ্টা ভুটানের সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

উল্লেখ্য, তিন দিনের সফর শেষে আগামী ২৪ নভেম্বর ঢাকায় সফর শেষ করে দেশে ফিরবেন শেরিং টোবগে।

 

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!