বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পাবনা জেলার ভাঙ্গুড়া পৌরসভার ১নং ওয়ার্ড কমিটি গঠন, সংগঠিত করা এবং অসংগঠিত শ্রমিকদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) রাতে ভাঙ্গুড়া পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর মেন্দার আব্দুল মোড় বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রমিক দল করতে আগ্রহী কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং নেতৃবৃন্দ দর্শক সারিতে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করে তোলেন।
এ সময় ভাঙ্গুড়া পৌর বিএনপির ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন, ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, পৌর কৃষক দলের সদস্য সচিব পান্না হোসেন, পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডাবলু প্রামাণিক, সহ-সভাপতি মোহন আলী, ক্রীড়া সম্পাদক মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের সভাপতি মো. জহুরুল ইসলাম বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই। তাই আপনাদের সকলকে তাঁর নির্দেশনা অনুযায়ী চলতে হবে। বিএনপির সাথে শ্রমিক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

