চট্টগ্রামের বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে স্বর্ণের গয়না ও নগদ টাকা নিয়ে গেছে চোরেরা। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সিকদার বাড়ির মো. হেলালের ঘরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী হেলাল জানান, চোরেরা প্রায় দেড় ভরি স্বর্ণের গয়না ও নগদ ২০ হাজার টাকা নিয়ে গেছে। তিনি বলেন, “মাগরিবের নামাজের পর নাস্তা করে জোটপুকুর পাড় এলাকায় মাকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। আধা ঘণ্টা পর ঘরে ফিরে এসে দেখি চার কক্ষের সব মালামাল এলোমেলো, আলমিরা খোলা।”
হেলাল আরও জানান, চোরেরা ঘরের সানশেড বেয়ে উঠে ভেন্টিলেটর ভেঙে প্রবেশ করেছে এবং মালামাল নিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। ঘরে তিনি তার মা, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বসবাস করেন।
তিনি বিষয়টি জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশকে জানান।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগের দিন বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিনের বেলায় পৌর সদরের পূর্ব গোমদণ্ডী মুজাহিদ চৌধুরী পাড়ার প্রবাসী মো. রায়হানের ঘরেও একই কায়দায় চুরির ঘটনা ঘটে। তাতেও স্বর্ণের গয়না ও নগদ টাকা খোয়া যায়।
মো. রায়হান বলেন, “ঘরের পেছন দিকের ভেন্টিলেটর ভেঙে চোর ঢুকেছে। এতে অল্প বয়সী শিশুদের ব্যবহার করেছে চোরের দল।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

