AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৩৫ পিএম, ১১ নভেম্বর, ২০২৫

দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি

সাম্প্রতিক সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

মঙ্গলবার (১১ নভেম্বর) বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সব বিমানবন্দরে সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালাতে হবে এবং ভেহিকল ও ফুট পেট্রোল বৃদ্ধি করতে হবে। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতিও রাখতে হবে।

এছাড়া সর্বোচ্চ জনবল মোতায়েন, অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় রাখা এবং সার্বিক ফায়ার সার্ভেইল্যান্স কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে নিরাপত্তা জোরদারে যেসব পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে—কেপিআই নিরাপত্তা নীতিমালা কঠোরভাবে অনুসরণ,দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও অনুমোদিত যাত্রী ছাড়া অন্যদের প্রবেশ সীমিত করা,বিমানবন্দরের প্রবেশ ও প্রস্থান পথে র‍্যান্ডম তল্লাশি পরিচালনা, যাত্রী,  লাগেজ ও কার্গোর নিরাপত্তা যাচাই নিশ্চিত করা, স্পর্শকাতর এলাকা ও সীমানা প্রাচীরে ঘন ঘন টহল পরিচালনা, স্ক্যানার,  মেটাল ডিটেক্টর,  সিসিটিভি ইত্যাদি সরঞ্জাম প্রতিদিন পরীক্ষা করে সচল রাখা,দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত ব্রিফিংয়ের মাধ্যমে সতর্ক অবস্থায় রাখা,সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো, সিসিটিভি মনিটরিং সেল ২৪ ঘণ্টা সচল রাখা এবং অগ্নি সুরক্ষা ব্যবস্থা সার্বক্ষণিক সক্রিয় রাখা।

বেবিচক জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্বাভাবিক রাখতে সব বিমানবন্দরে নিরাপত্তা সংস্থাগুলোর সমন্বয়ে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!