উৎসবমুখর পরিবেশে পাবনার ভাঙ্গুড়ায় অনুষ্ঠিত হয়েছে ভবানীপুর লিজেন্ট ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। খেলা দেখতে মাঠের চারপাশে শত শত মানুষ সমাগম করেন, দর্শকের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ভাঙ্গুড়া উপজেলার ভবানীপুর খেলার মাঠে ভবানীপুর লিজেন্ট একাদশের আয়োজনে এই জমজমাট ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে উল্কা ফুটবল একাদশ ৩-২ গোলে বেঙ্গল ফুটবল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলার জন্য মাঠকে বর্ণিল রূপে সাজানো হয়। শুরু হওয়ার আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দর্শকরা উত্তেজনাপূর্ণ খেলা উপভোগ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আবেদ আলী এবং সঞ্চালনা করেন ভাঙ্গুড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু নাঈম নাসির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নূরুল ইসলাম বরাত।
চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কৃত করা হয়। চ্যাম্পিয়ন টিম পায় ২০ হাজার টাকা প্রাইজমানি এবং রানার্সআপ টিম ১০ হাজার টাকা।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নূরুল ইসলাম বরাত বলেন, “তরুণ ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষার জন্য খেলাধুলার বিকল্প নেই। গ্রামের মানুষের কাছে ফুটবল এখনো সবচেয়ে জনপ্রিয় খেলা।”
স্থানীয় বাসিন্দা ও ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান ফারুক বলেন, “নিয়মিত খেলাধুলার আয়োজন যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে। এজন্য প্রতিবছর ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।”
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ভাঙ্গুড়া উপজেলার বিবি স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক মো. সাইফুল ইসলাম, বড়াল কিন্ডারগার্ডের ক্রীড়া শিক্ষক বি. এম. ছানাউল্লাহ, ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার শেখ সাখাওয়াত হোসেন ও মো. হাসান আলী।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

