খাগড়াছড়ির কুমিল্লাটিলা এলাকায় অভিযান চালিয়ে ২০টি মামলার পলাতক আসামি মো. মিজানুর রহমানকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের কুমিল্লাটিলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মো. মিজানুর রহমান (৩৭) কুমিল্লাটিলা আনসার ক্যাম্প সংলগ্ন এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা মিজানুর রহমানের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর মডেল থানা ও আশপাশের বিভিন্ন থানায় মোট ২০টি মামলা রয়েছে। এর মধ্যে মাদক মামলা ৫টি, হত্যা মামলা ২টি, চুরি মামলা ৬টি, অস্ত্র মামলা ২টি, দস্যুতা মামলা ১টি এবং অন্যান্য অভিযোগে ৪টি মামলা অন্তর্ভুক্ত।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, “অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

