সিলেটে শুরু হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড, ফলে বোলিং করছে বাংলাদেশ।
এই ম্যাচে টেস্ট অভিষেক হয়েছে বাঁহাতি স্পিনার হাসান মুরাদের। ২০২০ সালের যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য মুরাদ এখন পর্যন্ত ৩৯টি প্রথম শ্রেণির ম্যাচে ১৬৫ উইকেট নিয়েছেন। তাকে টেস্ট ক্যাপ পরিয়ে দেন সিনিয়র স্পিনার তাইজুল ইসলাম।
বাংলাদেশ দল আজ নেমেছে দুই পেসার ও তিন স্পিনারের সমন্বয়ে গড়া বোলিং আক্রমণ নিয়ে।
এর আগে ২০২৩ সালের এপ্রিলে মিরপুরে অনুষ্ঠিত একমাত্র টেস্টে চার দিনে জিতেছিল বাংলাদেশ।
২০১৭ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়া আয়ারল্যান্ড এ পর্যন্ত খেলেছে ১১টি টেস্ট— জিতেছে ৩টি, হেরেছে ৭টি। এবারই দ্বিতীয়বার তারা দুই ম্যাচের সিরিজ খেলছে; আগের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।
বাংলাদেশ একাদশ
সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।
আয়ারল্যান্ড একাদশ
অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং, কেড কারমাইকেল, হ্যারি টেক্টর, কুর্টিস ক্যাম্ফার, লোরকান টাকার, জর্ডান নিল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকক্যার্থি, ম্যাথু হাম্ফ্রেস, ক্রেইগ ইয়াং।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

