আসন্ন ১৩ নভেম্বরকে কেন্দ্র করে সারাদেশে নিরাপত্তা জোরদার ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি জানান, কেপিআই (Key Point Installation) এলাকাগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং যত্রতত্র খোলা তেল বিক্রি বন্ধসহ একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “সন্ত্রাসী কর্মকাণ্ডে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ১৩ নভেম্বরকে ঘিরে আমাদের কার্যক্রম চলমান আছে। সন্দেহজনক কোনো ব্যক্তি বা ঘটনা দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান।”
তিনি আরও জানান, জাতীয় নির্বাচনের নিরাপত্তা প্রস্তুতি ইতোমধ্যে সন্তোষজনক পর্যায়ে রয়েছে এবং সব প্রস্তুতি সম্পন্ন হলে নিরাপত্তা বাহিনীর একটি মহড়াও অনুষ্ঠিত হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

