AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মৌলভীবাজারে ‘তরুণ প্রজন্মের দিশারী’ গ্রন্থের মোড়ক উন্মোচন



মৌলভীবাজারে ‘তরুণ প্রজন্মের দিশারী’ গ্রন্থের মোড়ক উন্মোচন

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ‘তরুণ প্রজন্মের দিশারী’ শীর্ষক একটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৮টায় রাজনগরের জামিউল উলূম বছরমহল মাদরাসা মাঠে আল গফুর ছাত্র সংসদের বুকস্টলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে আলেম সমাজের উপস্থিতিতে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিউল উলূম বছরমহল মাদরাসার নাজিমে তালিমাত মাওলানা এমদাদুল হক তালুকদার, কাতিব মিডিয়ার স্বত্বাধিকারী ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা ইনাম বিন সিদ্দিকী, খেলাফত মজলিস রাজনগর উপজেলা সভাপতি মাওলানা কাওছার আহমদ তালুকদার, ‘রমজানের পরশ’ রিয়েলিটি শো’র পরিচালক মাওলানা শাহ আনহারুল ইসলাম, জামিউল উলূমের শিক্ষক মুফতি আতাউর রহমান, জামেয়া গহরপুর সিলেটের শিক্ষক মাওলানা হিফজুর রহমান হাম্মাদ, জামেয়া শামীমাবাদ সিলেটের শিক্ষক মুফতি আবু সুফিয়ান নাসিম, দারুন নাজাত কওমি মাদরাসার শিক্ষক মাওলানা সাঈদ আশরাফ এবং রুপসপুর লুৎফিয়া মাদরাসার মুহাদ্দিস মুফতি আবু তাহের প্রমুখ।

আকাবিরদের জীবন থেকে সংগৃহীত শিক্ষামূলক উপাখ্যান ও প্রেরণাদায়ক দিকনির্দেশনা সম্বলিত গ্রন্থটি সংকলন করেছেন রাজনগর জামিউল উলূম বছরমহল মাদরাসার সিনিয়র মুদাররিস মাওলানা এনামুল হক নোমান শ্রীমঙ্গলী। তিনি সাইটুলা ইসলামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা মুজাহিরুল হক (রহ.)-এর দ্বিতীয় পুত্র।

মাওলানা এনামুল হক নোমান ২০০৩ সালে সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া কাসিমুল উলূম হজরত শাহজালাল (রহ.) দরগাহ মাদরাসা থেকে দাওরায়ে হাদিস (এমএ) সম্পন্ন করেন এবং প্রায় দুই যুগ ধরে বিভিন্ন কওমি মাদরাসায় শিক্ষকতা করছেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “মাওলানা এনামুল হক নোমান সংকলিত ‘তরুণ প্রজন্মের দিশারী’ সময়োপযোগী একটি মূল্যবান গ্রন্থ। সালাফদের দেখানো পথই তরুণ প্রজন্মের জন্য আলোর দিশা। আজকের চ্যালেঞ্জপূর্ণ সময়েও আকাবিরদের আদর্শ অনুসরণ ছাড়া সঠিক দিকনির্দেশনা পাওয়া কঠিন।”

বক্তারা গ্রন্থটির ব্যাপক প্রচার ও পাঠকপ্রিয়তা কামনা করেন। শেষে সংকলক মাওলানা এনামুল হক নোমান অতিথিদের হাতে অটোগ্রাফসহ বইটি তুলে দেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!