AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচনী আচরণবিধি গেজেট প্রকাশ, প্রচারণায় পোস্টার সম্পূর্ণ নিষিদ্ধ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৪৯ এএম, ১১ নভেম্বর, ২০২৫

নির্বাচনী আচরণবিধি গেজেট প্রকাশ, প্রচারণায় পোস্টার সম্পূর্ণ নিষিদ্ধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন ‘নির্বাচনী আচরণবিধি ২০২৫’ গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১১ নভেম্বর) রাতে প্রকাশিত এই বিধিমালায় প্রথমবারের মতো রাজনৈতিক দল ও প্রার্থীদের একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা বাধ্যতামূলক করা হয়েছে।

ইসির এই নতুন বিধিমালায় ২০০৮ সালের আচরণবিধির সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশসমূহ যুক্ত করে বেশ কিছু কঠোর ও যুগোপযোগী বিধান সংযোজন করা হয়েছে।

সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো— নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা। একই সঙ্গে ড্রোন ব্যবহার ও বিদেশে প্রচারণা কার্যক্রম চালানোও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

বিধিমালা অনুযায়ী, পরিবেশ রক্ষা ও প্রচারণার ব্যয় নিয়ন্ত্রণের স্বার্থে পোস্টারের পাশাপাশি এক প্রার্থী সর্বোচ্চ ২০টি বিলবোর্ড, ব্যানার বা ফেস্টুন ব্যবহার করতে পারবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমেও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভ্রান্তিকর বা মিথ্যা প্রচারণা চালানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া, প্রতিটি রাজনৈতিক দল ও প্রার্থীকে আচরণবিধি মেনে চলার অঙ্গীকারনামা নির্বাচন কমিশনে জমা দিতে হবে— যা এবার বাধ্যতামূলক ধারা হিসেবে যুক্ত হয়েছে।

নতুন বিধিমালায় আচরণবিধি লঙ্ঘনের শাস্তিও কঠোর করা হয়েছে। কোনো প্রার্থী বিধিমালা ভঙ্গ করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড এবং দেড় লাখ টাকা জরিমানা হতে পারে। রাজনৈতিক দল আচরণবিধি লঙ্ঘন করলে তাদেরও সমপরিমাণ অর্থদণ্ড করা যাবে। গুরুতর অপরাধের ক্ষেত্রে প্রার্থীর প্রার্থিতা বাতিলের ক্ষমতাও ইসিকে প্রদান করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!