পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতের কিছু গণমাধ্যমে দিল্লিতে বোমা হামলার সঙ্গে বাংলাদেশকে জড়ানোর খবর ভিত্তিহীন এবং অমূলক। তিনি বলেন, “সুযোগ পেলেই বাংলাদেশের ওপর দোষ চাপানো হয়, কিন্তু এই ধরনের খবর কেউ বিশ্বাস করবে না।”
মঙ্গলবার (১১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, চীনের সঙ্গে অস্ত্র কেনার বিষয়ে বাংলাদেশের কোনো পক্ষের দিকে ঝুঁকনি নেই। দেশটি সব রাষ্ট্রের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে এবং “ব্যালেন্সড রিলেশনশিপ” নীতিই অনুসরণ করছে।
শেখ হাসিনার মামলার রায় প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের বিষয়ে যে কেউই জাতিসংঘে আপিল করতে পারে। যদি জাতিসংঘ কোনো পদক্ষেপ নেয়, তখন আমরা যথাযথভাবে পদক্ষেপ নেব।”
প্রসঙ্গত, ভারতের দিল্লির লাল কেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। কিছু ভারতীয় গণমাধ্যম এই হামলার সঙ্গে বাংলাদেশকে জড়ানোর চেষ্টা করেছে, যা পররাষ্ট্র উপদেষ্টার মতে ভিত্তিহীন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

