নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের ওপরই নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ। তিনি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই এখন জাতির প্রত্যাশা। অতীতে নির্বাচন নিয়ে নানা বিতর্ক হয়েছে, এবার সেই কলঙ্ক মুছে নতুন উদাহরণ সৃষ্টি করতে হবে।
সোমবার (১০ নভেম্বর) কুমিল্লা বার্ডের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
ইসি আনোয়ারুল বলেন, একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন এককভাবে সম্ভব নয়—এটি একটি যৌথ দায়িত্ব। এজন্য পুলিশ, প্রশাসন ও সংশ্লিষ্ট সবাইকে ভয়ভীতি ছাড়াই দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, “সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। কেউ যেন কোনো চাপ বা প্রভাবের মুখে দায়িত্বে অবহেলা না করে।”
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব মো. আব্দুল হালিম খান, কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান এবং ইসি সচিবালয়ের উপপ্রধান ও প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

