প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নিষিদ্ধ রাজনৈতিক দল এবং তাদের সহযোগী সমর্থকরা যদি কোনো ধরনের বিক্ষোভের চেষ্টা করেন, তবে আইন তার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবে।
সোমবার (১০ নভেম্বর) সকালে নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “নিষিদ্ধ দল এবং তাদের সমর্থকরা সম্ভবত ভাবছেন, এটি আবারও ২০০৬ সালের ২৮ অক্টোবরের মতো পরিস্থিতি সৃষ্টি করা সম্ভব।”
তিনি আরও উল্লেখ করেন, “তারা মনে করছেন, কয়েকজনকে আঘাত করে বা কিছু সন্ত্রাসীকে রাজধানীর রাস্তায় পাঠিয়ে অবস্থান দখল করা সম্ভব। কিন্তু দুঃখিত, এখন এটি নতুন বাংলাদেশ। জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না—এটি ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়, এটি চিরদিনের জুলাই।”
শফিকুল আলমের এই মন্তব্যকে জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব এবং সরকারী প্রস্তুতির পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

