AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাউখালীতে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হলো শ্রীগুরু সংঘের পাঁচ দিনব্যাপী আবির্ভাব উৎসব


Ekushey Sangbad
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর
০৫:০৭ পিএম, ১০ নভেম্বর, ২০২৫

কাউখালীতে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হলো শ্রীগুরু সংঘের পাঁচ দিনব্যাপী আবির্ভাব উৎসব

পিরোজপুরের কাউখালীতে সোমবার (১০ নভেম্বর) দুপুরে লক্ষাধিক ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে শেষ হয়েছে শ্রীগুরু সংঘ বাংলাদেশ-এর কেন্দ্রীয় আশ্রমের পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী আবির্ভাব ও রাস উৎসব।

শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৪তম আবির্ভাব তিথী রাস পূর্ণিমায় ৬ নভেম্বর থেকে এ উৎসব শুরু হয়। পাঁচ দিনের এ উৎসবে ভক্তসহ জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দেশ ও বিদেশ থেকে প্রায় ৮ লক্ষাধিক পূণ্যার্থী অংশগ্রহণ করেছেন।

সমাপনী দিনে কুঞ্জভঙ্গ, নগরকীর্তন ও পরিক্রমা এবং গুরুপূজা শেষে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে। উৎসবকে ঘিরে বিশাল এলাকা জুড়ে রাসমেলা অনুষ্ঠিত হয়।

কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস.এম. আহসান কবির এবং সাধারণ সম্পাদক এইচ.এম. দ্বীন মোহাম্মদ বলেন, “হিন্দু ধর্মীয় অনুষ্ঠান হলেও এটি এই অঞ্চলের ঐতিহ্য বহন করে। শত বছর ধরে এই ঐতিহ্যবাহী রাস উৎসব নির্বিঘ্নে অনুষ্ঠিত হওয়ার জন্য প্রশাসনের পাশাপাশি আমাদের দলের আড়াইশো স্বেচ্ছাসেবক দিন-রাত পরিশ্রম করেছেন।”

আবির্ভাব উৎসবের কর্মী প্রধান রতন কর বলেন, “পাঁচ দিনের এই উৎসবে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রীগুরু সংঘের ভক্তবৃন্দের পাশাপাশি মুসলিম ভাইয়েরা আমাদের পাশে থেকে সহযোগিতা করেছেন, যার ফলে অনুষ্ঠানটি সফল হয়েছে।”

শ্রীগুরু সংঘের সহ পরিকল্পনা ও গবেষণা সম্পাদক সজল দে বলেন, “আমার দেখা এযাবৎ যত উৎসব হয়েছে, তার মধ্যে এবারের উৎসব সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। লক্ষ লক্ষ লোকের উপস্থিতি সত্ত্বেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!