আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার কোনো সিদ্ধান্ত নেই, জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, “বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মাঠে দায়িত্ব পালনরত সেনাবাহিনী ও অন্যান্য বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। তাদের উপস্থিতির কারণে সাধারণ মানুষ নিরাপত্তা বোধ করছে। তাই সেনা সদস্যদের প্রত্যাহারের কোনো বিষয় নেই।”
সভায় পুলিশ, বিজিবি, র্যাব ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

