AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরের শ্রীবরদীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত


Ekushey Sangbad
মো: আসিফ, শ্রীবরদী, শেরপুর
০৫:১২ পিএম, ১০ নভেম্বর, ২০২৫

শেরপুরের শ্রীবরদীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ‘জেন্ডার স্টেরিওটাইপ চ্যালেঞ্জ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি ও যুব সম্প্রদায়ের ভূমিকা’ শীর্ষক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শ্রীবরদী পৌরসভার পূর্ব ছনকান্দা গ্রামের একটি বাড়িতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের আয়োজন করেছে যুব নেতৃত্বাধীন আর্থসামাজিক স্বেচ্ছাসেবী উন্নয়ন সংগঠন ভয়েস অব পুওর পিপল। এতে কিংডম অব নেদারল্যান্ডস সরকারের আর্থিক সহযোগিতায়, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন সহযোগিতা করেছে।

সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য আব্দুল কাদির। প্রধান অতিথি ছিলেন শ্রীবরদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মরিয়ম আক্তার।

বৈঠকে বক্তব্য দেন নারীনেত্রী জাহানারা বেগম, সমাজসেবক মোঃ জুলহাস মিয়া, শিক্ষক সমিতির প্রতিনিধি আবু রেজা প্রমুখ। বৈঠক সঞ্চালনা করেন ভয়েস অব পুওর পিপল-এর নির্বাহী পরিচালক জিয়াউর রহমান মুন্না।

বৈঠকে জেন্ডার স্টেরিওটাইপ চ্যালেঞ্জ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যক্রম, এবং তথ্য আপা প্রকল্পের আওতায় সকল নারীদের বিনামূল্যে সেবা প্রাপ্তি নিয়ে আলোচনা করা হয়।

বৈঠক শেষে নারী অধিকার নেত্রী জাহানারা বেগমকে সভাপতি ও রাশিদা বেগমকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যবিশিষ্ট জেন্ডার চ্যাম্পিয়ন নেটওয়ার্ক কমিটি গঠন করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!