নওগাঁর পত্নীতলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব বিজ্ঞান দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী স্টেম কর্মশালার উদ্বোধন করেন ইউএনও আলীমুজ্জামান মিলন।
সোমবার (১০ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রথম কর্মদিবসের স্টেম কর্মশালায় মিলিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।
এসময় বিভিন্ন মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

