আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম থাকা ১৫ সেনা কর্মকর্তাকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৪ জন এখনও কর্মরত, আর একজন এলপিআর (অবসর প্রস্তুতিমূলক ছুটি) অবস্থায় রয়েছেন।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকা সেনানিবাসে মেসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান এই তথ্য জানান। সম্মেলনে সামরিক সদস্যদের মামলাসংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান বলেন, “যেসব কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, তাদের মধ্যে ১৫ জন বর্তমানে ঢাকায় সেনা হেফাজতে রয়েছে। আমরা মোট ১৬ জনকে সেনা হেফাজতে আসার জন্য অনুরোধ করেছিলাম, যার মধ্যে ১৫ জন সাড়া দিয়েছেন।”
একুশে সংবাদ/এ.জে